শীতে বাসায় তৈরি করুন ‘গ্রিলড রেড স্ন্যাপার’
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর ‘গ্রিলড রেড স্ন্যাপার’। গ্রিল করার কারণে এই রেসিপিতে থাকে স্মোকি স্বাদ। এই শীতে পাতে রাখতে পারেন সুস্বাদু এই পদ। জানিয়ে দিচ্ছি রেসিপি।
উপকরণ
লাল পোয়া মাছ: ২টি
আদাগুঁড়া: ১ চা-চামচ
রসুনগুঁড়া: ১ চা-চামচ
লেবুর রস: ৩ চা-চামচ
কমলার রস: ১ টেবিল চামচ
তন্দুরি মসলা: ১ টেবিল চামচ
লাল মরিচের গুঁড়া: ১ চা-চামচ
লবণ: পরিমাণমতো
ফিশ সস: ১ চা-চামচ
গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ
শুকনা মরিচের গুঁড়া: আধা চা-চামচ
টমেটো সস: ১ চা-চামচ
সরিষার তেল: ১ টেবিল চামচ
প্রথম ধাপ
মাছে সব উপকরণ মেখে এক ঘণ্টা রেখে দিন। কয়লার আগুনে ভালোভাবে ঝলসে নিন।
দ্বিতীয় ধাপ
কয়লায় ঝলসানো সম্ভব না হলে প্রি–হিটেড ওভেনে ২০০ ডিগ্রি তাপে ১ ঘণ্টা বেক করুন।
ঢাকা/লিপি